Tanha❤️ $chicken🍖 Rahman pfp
Tanha❤️ $chicken🍖 Rahman
@wrapcast1
আজ যাকে টুকরো টুকরো অবহেলা হারালে, তাকেই একদিন অবহেলায় ফিরে পাওয়ার ইচ্ছে জন্মাবে। কিন্তু কোথাও এক টুকরো ভালবাসায় খুঁজে পাবে না। মনে রেখো নষ্ট ঘড়িও দিনে দুই বার সঠিক সময় দেখায়। হ্যা এ-ও মনে রেখো সময় ঘড়ির কাটায় বদলায়, হঠাৎ মেঘেও বৃষ্টি হয়।সময়ে সচল গাড়িও নষ্ট হয়। যাকে বুকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে নষ্ট খেলনা ভেবে সেই নষ্ট খেলনাই একদিন কষ্ট দিবে সময় নষ্ট হওয়া।
0 reply
0 recast
0 reaction