Skjalal5007
@skjalal5007
রাসূলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত কর ও দিনে রোজা পালন কর। এ হিসেবে ১৪ শাবান দিবাগত রাতে ইবাদত করতে হয় এবং এ রাতেই সাহরী খেয়ে পরদিন ১৫ শাবান রোজা রাখতে হয়। এবার ১৪ শাবান হবে ১৪ ফেব্রুয়ারি । সে হিসেবে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইবাদত করে ও সাহরী খেয়ে ১৫ ফেব্রুয়ারি শনিবার রোজা রাখতে হবে।
0 reply
0 recast
0 reaction